নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এর উদ্বোধন করেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।
পুলিশ সদস্যদের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, বাগমারা আসনের সাংসদ ইঞ্জি. এনামুল হক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুববর রহমান পিপিএম, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার আমিনুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের,
র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিসারুল আরিফ, আরএমপির ডিসি হেডকোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী, বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমির জাফর, ডিসি মতিহার সাজিদ হাসান, ডিসি শাহমখদুম হেমায়েত উল্লাহ, ডিসি কাশিয়াডাঙ্গা শিরিন আক্তার, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ আলী, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাকসহ জেলা ও মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভাল। এটি মানুষকে সতেজ ও সুন্দর রাখে। তাই কর্তব্যের পাশাপাশি খুলাধুলার বিকল্প নেই।
খবর২৪ঘণ্টা/এমকে