নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে মোট ৩৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখার আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদে জানানো
হয় আটক ৩৯ জনের মধ্যে বোয়ালিয়া থানা ১২ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা ৩ জন, ম তিহার ৬ জন, কাটাখালী ৩ জন, বেল পুকুর ৩ জন, শাহ মখদুম ১ জন, পবা ১, কাশিয়াডাঙা ৪ ও দামকুড়া থানা ১ জন কে আটক করে।
খবর ২৪ ঘন্টা/এমকে