নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে মোট ৮ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটকক। এরমধ্যে বোয়ালিয়া মডেল থানা ৩ জন ও কর্ণহার থানা ২ জনকে আটক করে। যার মধ্যে ০ল১ জন ওয়ারেন্টভূক্ত আসামী
ও অন্যান্য অপরাধে ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে, রাজশাহী জেলা পুলিশের থানার পৃথক অভিযানে আরো তিনজনকে আটক করা হয়েছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সদর ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।