নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মট্রেোপলটিন ও জেলা পুলশিরে অভযিানে ৫১ জনকে আটক করা হয়েছে। জেলা ও নগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেছে। নগর পুলিশের অভিযানে আটক ১৯ জনের মধ্যে বোয়ালয়িা মডলে থানা ৫ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রমিা থানা ২ জন, মতহিার থানা ১ জন,
শাহমখদুম থানা ১ জন, কাশয়িাডাঙ্গা থানা ৬ জন ও ডবিি পুলশি ২ জনকে আটক কর যার মধ্যে ৭ জন ওয়ারন্টেভূক্ত আসামী, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১০ জনকে গ্রফেতার করা হয়ছে।এদিকে, জেলা পুলিশের অভিযানে আরো ৩২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।