নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা যুবদলের ডাকা বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে।
বুধবার বিকেলে নগরীর মালোপাড়া থেকে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিল নিয়ে কিছুদুর যেতেই বোয়ালিয়া থানা পুলিশ বাধা দেয়। পুলিশ মিছিলটি সামনে না নিয়ে যেতে নিষেধ করে। যার কারণে পুলিশি বাধায় পড়ে মিছিলটি বেশি দুর যেতে পারেনি।
বিক্ষোভ থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতারা। মিছিলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল হক সমাপ্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা/এমকে