নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর (ফকিরের মোড় সংলগ্ন) একটি পুকুরে কুমির দেখা গেছে। পুকুরে কুমির রয়েছে এমন সংবাদ ওই এলাকায় ছড়িয়ে পড়লে কুমিরটিকে দেখার জন্য এলাকাবাসী ভিড় জমায়। পরে বিষয়টি রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা চারঘাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যোহরুল ইসলাম দমকল
কর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা পুকুরে থাকা কুমিরটিকে উদ্ধার কাজ শুরু করেন। তবে আদৌ কুমির ওই পুকুরে আছে কিনা তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানান জল্পনা-কল্পনা চলছে। আর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করার পর আরো জনতার ভিড় জমে যায়। সবাই কিভাবে কুমিরটিকে উদ্ধার করা হয় তা দেখার জন্য উৎসুক হয়ে চেয়ে
রয়েছে। চারঘাট ফায়ার সার্ভিস অফিসের ডিউটি ম্যান রুহুল আমীন বলেন, পুকুরে কুমির রয়েছে এমন সংবাদ পেয়ে স্টেশন অফিসার কর্মীদের নিয়ে ঘটনাস্থলে উদ্ধারে গেছেন। এখনো ফিরে আসেননি। সেখান থেকে কিছু জানানো হয়নি।
আর/এস