রাজশাহী মহানগরীতে পিকাপ থেকে ৪১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে ও ২ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৩ টার দিকে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন আমিন ফিলিং স্টেশন এলাকায় চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৭০টি খালি আমের ক্যারেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানাধীন আমিন ফিলিং স্টেশন এলাকায় চালিয়ে ৪১.৫ কেজি গাঁজা ও ৭০টি খালি আমের ক্যারেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এস/আর