নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছে জায়নুল (১৬) নামের এক রোহিঙ্গা তরুণী। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ওই তরুণী পাসপোর্ট করার জন্য আসলে অফিসের লোকজন বুঝতে পেরে তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পাসপোর্ট অফিসে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আরো তিন দালালকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, আটককৃত ওই তিন দালালের নাম ফয়সাল ফাহিম (৩৫), মাসুম (২৭) ও সুলতানা (২৫)।
আরএমপির চন্দ্রিমা থানার ওসি হুমায়ন কবির বলেন, বুধবার দুপুরে রোহিঙ্গা তরুণী জায়নুল পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যায়। এ সময় অফিসের লোকজন ওই তরুণীর আচরণে সন্দেহ হলে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠিয়ে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আরো তিন দালালকে আটক করা হয়েছে। তাকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে। তবে সে কোথা থেকে এসেছে তা জানা যায়নি।
খবর২৪ঘণ্টা/এমকে