নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে বাখরাবাদ এলাকায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, কাটাখালি থানার দক্ষিণপাড়া গ্রামের আনিসুরের মেয়ে আইরিন (১১)। সে বেলঘরি আবদুল সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী ও একই এলাকার জিয়ারুলের মেয়ে জিসা (৯)। জিসা বেলঘরিয়া প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা গেছে, আজ বেলা ১১টার দিকে আইরিন ও জিসা পুকুরে গোসল করতে যায়। গোসল করতে থাকে একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন জানতে পারে তাদের উদ্ধার করার চেষ্টা করে কিন্তু খুঁজে না পাওয়াই পরে ফয়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে দুপুর ১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্স এ তথ্য নিশ্চিত করেছে। লাশ মর্গে রাখা হয়েছে বলে আরও জানায়।
এস/আর