নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম রুপোষ (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে।
সোমবার (৩১ মার্চ) অনুষ্ঠিত এ ঈদের জামাতে শরীক হন বিভাগীয় কমিশনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মহানগর জামায়াতের আমিরসহ হাজারও সাধারণ মানুষ। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন ড. মো. কাউসার হোসেন।
এ ছাড়াও ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় নগরীর টিকাপাড়া মোহাম্মদপুর ঈদগাহ্ ময়দানে। সকাল সোয়া ৮টায় মহানগরীর তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে।
জানা যায়, এবার রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ১৫০টির মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
নামাজ শেষে মুসলিম উম্মাহ্, দেশ ও জাতীর মঙ্গল কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। সকল ভেদাভেদ ভুলে সকলে যেন এক কাতারে সামিল হতে পারি, অসাম্প্রদায়িক দেশ গঠন করতে পারি, সেই প্রার্থনা করেন মুসল্লিরা।
বিএ..