নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের আলুপট্টি এলাকার পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, সকালে নিহত ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
খবর২৪ঘণ্টা, এমকে