নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর কাটাখালি পৌরসভার শ্যামপুর নগরপাড়া এলাকায় পদ্মা নদীতে ডুবে সাফিউল ইসলাম সিফাত (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শাফিউল ইসলাম ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে ও পাটকল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিহতের আত্মীয়রা জানান, গতকাল রোববার দুপুরে শাফিউল পদ্মা নদীতে গোসল নেমে গভীর পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার খোঁজ না পেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল লিডার আজাদ আলীর নেতৃত্বে ডুবুরী রিপন ও জুয়েলের সহযোগীতায় লাশটি উদ্ধার করে। পরে পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হয়।
খবর ২৪ ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।