নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে বিএনপি।গতকাল সোমবার রাজশাহী-২ সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. ওয়ালিউল হক রানা এ লিখিত অভিযোগ করেন। রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে
গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযোগে বলা হয় নির্বাচন আচরণবিধিমালার ধারা-৭ (৩) অনুযায়ী নির্ধারিত মাপের চেয়ে (২.৫ ফিট দ্ধ ৩ ফিট) আকারের নৌকা প্রার্থীর ফেস্টুন রাজশাহী শহরব্যাপী টাঙ্গানো হয়েছে। যা আচরণ বিধি লঙ্গন। বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানান বিএনপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট ওয়ালিউল হক রানা।
খবর ২৪ ঘণ্টা/এমকে