রাজশাহীর (গোদাগাড়ী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ডুকে পড়ায় ট্রাকচাপায় জসিম উদ্দীন (২২) নামে এক কসাইয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রেলগেট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
জসিম উপজেলার আচুয়াভাটা কসায়পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই পেশায় কসাই। আহতদের মধ্যে উপজেলার আচুয়াভাটা গ্রামের মহিউদ্দীনের ছেলে আবদুর রহিমের (২৮) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী উপজেলার রেলগেট বাজারে মাংস কাটার কাজে ব্যস্ত ছিলেন কসাইরা। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাক চাপায় ঘটনাস্থলেই কসাই জসিমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।