নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে মুমিন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও তন্ময় নামের অপর একজন আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুমিন রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচা বাজার এলাকার বাঘুর ছেলে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতে মুমিন তার মোটরসাইকেলের পেছনে তন্ময় নামের একজনকে নিয়ে দ্রæত গতিতে নগরীর সিমলা পার্কের রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় মুমিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার ধারে গাছের সাথে ধাক্কা খায়। এতে তারা দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমিনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাসপাতাল পুলিশ বক্সের বক্সের ইনচার্জ রফিক বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে