নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা নিয়ামুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সাগরপাড়া নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকায় প্রশিক্ষণ শেষে নির্বাচন কর্মকর্তা নিয়ামুল ইসলাম ট্রেন যোগে রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী স্টেশনে পৌঁছান। এরপর তিনি স্টেশন থেকে সাগরপাড়ায় নিজ বাড়িতে গিয়ে পৌঁছার পর হৃদরোগে আক্রান্ত হন। পরে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে করতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।