নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয় নিয়ে ১৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রবিউল আলম দিলুর চেম্বারে সোমবার দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং জাতীয় ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী জননেতা মিজানুর রহমান মিনু। বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ও ১২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর দিলদার হোসেন, মহানগর যুবদলের সাবেক
সভাপতি ওয়ালিউল হক রানা, বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু, সাংগঠনিক সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটু, সহ-সভাপতি সোহেল রানা সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।মিজানুর রহমান মিনু উপস্থিত নেতৃবৃন্দদের ১০ তারিখ থেকে নির্বাচন আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা, ব্যানার, ফেস্টু, ও পোস্টার টাঙ্গানোর পরামর্শ প্রদান করেন। সেইসাথে সেন্টার কমিটির সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ ও তাদের করণীয় বিষয়সমুহ সম্পর্কে অবহিত করার আহবান জানান।
খবর ২৪ ঘণ্টা/এমকে