নিজস্ব প্রতিবেদক :
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরে রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ে বাজার কমিটির সাথে মতবিনিময় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে আরএমপির সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সুজায়েত ইসলাম। আরো উপস্থিত ছিলেন, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, ডিসি (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, ডিসি (কাশিয়াডাঙ্গা) মোঃ জয়নুল আবেদীন, ডিসি (ট্রাফিক) অনির্বান চাকমাসহ নগরীর বিভিন্ন বাজার কমিটির সভাপতি/সেক্রেটারীগণ, কমিউনিটি পুলিশিং এর
সভাপতি/সেক্রেটারীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় চলমান পবিত্র রমজান মাসে রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক রাখা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। নগরীর মার্কেটগুলিতে নিরাপত্তার বিষয়টি যাতে অধিকতর সুনিশ্চিত করা যায় সে ব্যাপারে মার্কেট কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং পুলিশের পক্ষ থেকে সে বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরএমপি পুলিশ সর্বাত্মক কাজ করে যাচ্ছে ও মার্কেটে নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
খবর২৪ঘণ্টা/এমকে