নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষ থেকে লাল মোহাম্মদ (৩৫) নামের এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নগরীর কাশিয়াডাঙ্গা থানার গুলজারবাগ গুড়িপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। মঙ্গলবার বিকেল পৌণে ৭টার দিকে নগরীর কোর্ট স্টেশন বাজারের নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনটির কাজ কয়েকদিন ধরে বন্ধ ছিল। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একজন রাজমিস্ত্রী কাজ করার জন্য ভবনটিতে আসলে নিচের কক্ষে একব্যক্তির লাশ দেখতে পেয়ে মালিককে জানায়। মালিক খবর পেয়ে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের বড় ভাই সাজ্জাদ আলী জানান, তার ভাই কোর্ট বাজারে সবজি বিক্রি
করতো। তবে মাঝে মধ্যে নেশাও করতো। তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বেশ কিছুদিন আগে। তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে কিছুদিন আগে। বর্তমানে সে একাই থাকতো। তবে তার বাড়ি ও ভাইয়ের বাড়ি আলাদা জায়গায়। ভাইয়ের মৃত্যুর খবর শুনে তিনি এসেছেন। গত দুই দিন ধরে ওই সবজি বিক্রেতা নিখোঁজ ছিল। লাশের শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দুই/একদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।নগরীর কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আলী আরিফ বলেন, খবর পেয়ে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্মাণাধীন ভবন থেকে লাশ উদ্ধারের ঘটনা জানতে পেরে স্থানীয়রা দেখতে ভিড় জমায়। ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।