নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকার নারী মাদক ব্যবসায়ী বড় রোজিকে হেরোইনসহ আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নগর গোয়েন্দা পুলিশের সেকেন্ড অফিসার এসআই মাহবুব হাসানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের সেকেন্ড অফিসার এসআই মাহবুব হাসান, এএসআই লুৎফর ও কনস্টেবল রিপন নগরীর গুড়িপাড়া এলাকার মাদক ব্যবসায়ী বড় রোজিকে হেরোইনসহ আটক করে। এরপর তাকে ডিবি কার্যালয়ে না নিয়ে গিয়ে রাস্তা থেকেই টাকার বিনিময়ে ছেড়ে দেয় বলে সূত্রটি নিশ্চিত করেছে। বড় রোজি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আল আমিন বলেন, তাকে আটকের বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এম আর