রাজশাহীতে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার
প্রকাশের সময় :
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
রাজশাহী মহানগরীতে ৭৫ পিস ইয়াবাসহ নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনীর ইউসুফ আলীর ছেলে তারেক রহমান(৩২) ও ছোট বনগ্রাম পূর্বপাড়ার মিজানের মেয়ে সুরুত জাহান আক্তার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইটি পলিথিনের মধ্যে হতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ও ২ ব্যক্তিকে আটক করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।