নিজস্ব প্রতিবেদক :
নারীর জয়ে সবার জয় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ইউএসএআইডি, ডেমোক্রসি ইন্টারন্যাশনাল ও ইউকেএইড এর আয়োজনে মঙ্গলবার রাজশাহী বিভাগীয় নারী সংলাপ অনুষ্ঠিত হয়। নগরীর সাহেব বাজারস্থ্য একটি হোটেলে অনুষ্ঠেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, নুরুন্নাহার, মুসলিমা বেলী, ডিআই এর রাজনৈতিক ফেলো গুলশান আরা মমতা, প্রশিক্ষক ও মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, জরিনা, রোজি ও জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্য জাতীয়তাবাদীমনা নারী নেতৃবৃন্দ। অনুষ্ঠান
পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিকসমন্বয়কারী আফসানা বেবী।
সংলাপে এই মুহুর্তে কি ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে, এগুলো সমাধানে নারী নেতৃবৃন্দ কি উদ্যোগ গ্রহণ করতে পারে, সমস্যা সমাধানে মুল দলের নেতৃবৃন্দ কি ধরনের সহায়তা করতে পারে এবং ডিআই কি ধরনের সহায়তা প্রদান করতে পারে। এছাড়াও মুলদলের অন্তর্ভূক্ত হলে নারী নেতৃরা কিভাবে লাভবান হবে, নারী মূল দলে অন্তর্ভূক্ত হলে দল কিভাবে লাভবান হবে ও মুলদলে অন্তর্ভূক্তির পর কি ধরনের সমস্যার সম্মুখিন হয় নারী, সে সকল বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।
উপস্থিত নারী নেতৃগণ বলেন, রাজনীতিতে নারীরা বর্তমানে উপক্ষিত। দলীয় কমিটিতে ৩৩% পার্সেন নারী কোটা থাকলেও বিভিন্ন কমিটিতে এর সংখ্যা একেবারেই নগন্য। এছাড়াও নারীরা মতামতসহ
দলের কোন সিদ্ধান্তে তেমনভাবে অংশগ্রহণ করতে পারেন না। তাদের মতামতের মূল্য দেওয়া হচ্ছেনা। সভা সেমিনারে তাদের বক্তব্য দিতে পুরুষরা সংকোচ বোধ করেন। দিলেও সামান্য কথা বলেই ছেড়ে দিতে। অথচ নারীরা সকল প্রকার আন্দোলন সংগ্রামে এবং দলীয় যেকোন কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন বলে জানান তারা। নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল করে তাদের কোটা পুরণ করার আহবান জানান। সেইসাথে সকল ধরনের নির্বাচনে সরসরি প্রার্থীতার পথ সুগম করতে এবং নারীদের সংসদ নির্বাচনে ৫০% প্রার্থী বাধ্যতামুলক করতে দলের নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান।
খবর ২৪ ঘণ্টা/আরএস