নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ফুল কিনতে আসা নারীর মোবাইল জোরপূর্বক ছিনতাইয়ের চেষ্টাকালে রিপন (৩০) নামের এক ছিনতাইকারী কে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। আটক যুবক নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকার আব্দুল জব্বারের ছেলে। রোববার দুপুর সোয়া ১২ টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।
জানা গেছে, রোববার বেলা পৌনে বারোটার দিকে বিজয় দিবস উপলক্ষে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে একটি ফুলের দোকান থেকে ফুল কিনছিলেন এক নারী। এ সময় ছিনতাইকারী যুবক রিপন তার মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে ওই নারী চিৎকার দিলে স্থানীয়রা তাকে
ধরে মারধর করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, মোবাইল ছিনতাই চেষ্টাকালে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।