নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর শাখার আয়োজনে দিনভর নানা কর্মসূচি পালন করে। জন্মাষ্টমী উপলক্ষে রোববার সকালে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহানগরীর নগরীর শ্রী শ্রী লক্ষী নারায়ণ দেবিগ্রহ ও হুনুমান জিউর আখড়া থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া ডিভিশনের উপ-পুলিশ কমিশনার আমির জাফর ও নগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্যান্য নের্তৃবৃন্ধ। এ ছাড়া শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী মানুষ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। জন্মাস্টমী উপলক্ষে নগরীর বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করা হয়। এ ছাড়া রাজশাহীর আশেপাশের জেলা ও উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে