নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় নয়া কারা উপ মহাপরিদর্শক ডিআইজি প্রিজন অসীম কান্ত পাল যোগদান করেছেন। আজ সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অবস্থিত ডিআইজি প্রিজন এর কার্যালয় দায়িত্ব বুঝে নেন। তিনি রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগে যোগদান করেন। সম্প্রতি তাকে বদলির আদেশ দেয়া হয়। আর রাজশাহীর কারা উপ মহাপরিদর্শক আলতাফ হোসেনকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। তিনি কয়েকদিন আগেই রাজশাহী থেকে বিদায় নিয়ে গেছেন। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন বলেন, ডিআইজি প্রিজন স্যার আজ সোমবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। আগের ডিআইজি প্রিজন কয়েকদিন আগে বদলি হয়ে রংপুর বিভাগে গেছেন। রংপুর বিভাগ থেকে রাজশাহী বিভাগে এসেছেন অসীম কান্ত পাল।
উল্লেখ্য, অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটি তৎকালীন রাজশাহী কারা উপ মহাপরিদর্শক আলতাফ হোসেন, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন ও জেলার হাবিবুর রহমান এবং ডেপুটি জেলার সহ ৮৬ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্তে অনিয়মের সত্যতা পায়। এর পরপরই দুই ডেপুটি জেলার, জেলার, সিনিয়র জেল সুপার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বদলি করা হয়। তারপর ডিআইজি প্রিজনকে বদলি করা হলো।
এমকে