নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর সুইস গেইট থেকে উদ্ধার হওয়া তিনটি লাশই হিন্দু ধর্মালম্বী মানুষের। শনিবার সকালে লাশের ময়নাতদন্ত শেষে এ তথ্য জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ময়নাতদন্ত শেষে লাশগুলো কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে সৎকার করার জন্য হস্তান্তর করা হয়েছে। লাশগুলোর পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে তাদের মৃত্যু হয়েছে সেটিও জানা যায়নি। তবে পুলিশের ধারণা লাশগুলো উজান থেকে ভেসে
এসেছে। উদ্ধার হওয়া লাশগুলো নিয়ে কৌতুহলের শেষ নেই এলাকাবাসীর।
শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে চারঘাট থানা পুলিশ সৎকারের জন্য লাশগুলো কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদুল হাসান বলেন, নদী থেকে উদ্ধার হওয়া লাশ তিনটি হিন্দু ধর্মালম্বী মানুষের। শনিবার ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য লাশগুলো কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনো
তাদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাও জানা যায়নি। বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে বড়াল নদীর সু্ইস গেটে লাশগুলো ভাসতে দেখে স্থানীয়রা চারঘাট থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দমকল কর্মীদের সহায়তায় বিকেল পৌনে ৩টার দিকে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠায়।
আর/এস