নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের পাশপাশি রাজশাহী মহানগরীতেও নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ পহেলা নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। নতুন আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে। ১ নভেম্বর শুক্রবার সকাল থেকে এ আইন অনুযায়ী জরিমানা করা হচ্ছে চালকদের। তবে তা সর্বোচ্চ না হয়ে সহনিয় পর্যায়ে করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন অমান্য করলে রাজশাহীর অর্থনীতি ও মানুষের আয়ের দিক বিবেচনা করেই সহনিয় পর্যায়ে জরিমানা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রাফিক
বিভাগ থেকে সার্জেন্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী লাইসেন্স ছাড়া গাড়ী চালালে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাসের জেল, ভ‚য়া লাইসেন্স ব্যবহার করলে ১ থেকে ৫ লাখ টাকা জরিমানা, ছয় থেকে ২ বছর পর্যন্ত জেল, রেজিস্ট্রেশন ছাড়া গাড়ী চালালে ৫০ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল, ট্রাফিক আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ এক মাস জেল, অতিরিক্ত গতিতে গাড়ী চালালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও সর্বোচ্চ এক মাসের জেল,
অবৈধ পার্কিং সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, রং সাইডে গাড়ী চালালে ৫ হাজার টাকা জরিমানা, হেলমেট না থাকলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, যত্রতত্র রাস্তা পারাপার সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, গাড়ী চালানোর সময় মোবাইলে কথা বললে ৫ হাজার টাকা জরিমানা, বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে কাউকে আহত করলে সর্বোচ্চ ৩ লাখ টাকা জরিমানা অথবা তিন বছরের জেলের বিধান রাখা হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু আইন তৈরি করা হয়েছে
যা অমান্য করছে জরিমানা ও জেল হতে পারে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা বলেন, আজ থেকেই মেট্রোপলিটন এলাকায় নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকর করা হয়েছে। সার্জেন্টদের সেই মোতাবেক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আইনে সর্বোচ্চ’র কথা বলা হয়েছে। রাজশাহীর মানুষের অর্থনীতি ও আয়ের দিক বিবেচনা করে তা সহনিয় পর্যায়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একেবারে কঠোর কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। ট্রাফিক আইন অমান্য করলে সহনিয়
পর্যায়ে হলেও বর্তমান আইনের সাথে সামঞ্জস্য রেখে পূর্বের তুলনায় বেশি জরিমানা করা হবে। অপরাধের ধরণ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আস্তে আস্তে সর্বোচ্চ জরিমানার দিকে যাওয়া হবে। রাজশাহী জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক পরির্দক হামিদুল ইসলাম বলেন, নতুন আইন শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে। ট্রাফিক আইন অমান্য করলে যুক্তিসঙ্গত জরিমানা করা হবে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন, সারাদেশের মতো রাজশাহী জেলাতেও নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে।
আর/এস