নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী-২ সদর আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর ধানের শীষ প্রতীকের নির্বাচন অফিস ভাংচুর ও পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেলে নোকা প্রতীকের সমর্থক কর্তৃক। রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছে ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. ওয়ালীউল হক রানা। নগর বিএনপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযোগ জানানো হয়, গত ১০ ডিসেম্বর সোমবার আনুমানিক রাত ১২টার দিকে নগরীর রাজপাড়া থানার ৪ নং ওয়ার্ডে জুলফিয়া স্কুলের পার্শ্বে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে নৌকা
প্রতীকের সমর্থকরা এবং মঙ্গলবার বেলা ১১ ঘটিকার দিকে জুলফিয়া স্কুলের পার্শ্বে ধানের শীষ প্রতীকের পোষ্টার, ফেস্টুন ছিড়ে ফেলে পদদলিত করেছে স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আনোয়ার হোসেন ও ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবু। অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ক সুষ্ঠ নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার দাবিও জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/এসআর