নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লা মর্টস নামের একটি দোকান ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় আ’লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজশাহী মহানগরীর রানিবাজারে অবস্থিত মোল্লা মটরস মালিক ও নগরীর ১২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আহসান হাবিব হাসান জানান, পূর্ব এক বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে আ’লীগের বোয়ালিয়া থানার পূর্ব সভাপতি আতিকুর রহমান কালুর লোকজন দোকানে এসে ভাংচুর চালায়। পাশে থাকা আরেকজন ব্যক্তি অভিযোগ করে জানান, কালুর লোকজন এলাকায় চাঁদাবাজিও করে। সব কিছু করবে কারো দেখা হবে না, বাধা দেওয়া হবে না। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা আমাকেও ধাক্কাধাক্কি করে পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান ভাংচুরকারীদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয়। এদিকে, পরে আ’লীগ হাবিবের লোকজনও ঘটনাস্থলে অবস্থান করলে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পুলিশের বিপুল সংখ্যক সদস্য পরিস্থিতি মোকাবেলায় অবস্থান নেয়। ঘটনাস্থলে বোয়ালিয়া থানার এসি একরামুল হক ও ওসি আমান উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুই পক্ষের লোকজন পাশাপাশি অবস্থান নিয়েছিল ও পুলিশ মোতায়েন ছিল।
খবর ২৪ ঘণ্টা/আরএস