1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী মহানগরীতে দেড় হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

রাজশাহী মহানগরীতে দেড় হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৬ জুলা, ২০২০
রাজশাহী মহানগর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষানগরী খ্যাত ও নির্মল বায়ুর শহর রাজশাহী মহানগরীতে দেড় হাজার ছাড়িয়েছে করোনাভাইরাস কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা। গত ৮ জুলাই পর্যন্ত নগরীতে রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৩ জন। মাত্র ৭ দিনে সেই করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৫ জনে। নগরীতে দ্রæত হারে বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণেল হার। এত সংখ্যক রোগী করোনা শনাক্ত হলেও নগরজুড়ে করোনা সতর্কতায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নাই। স্বাভাবিকভাবেই চলছে রাজশাহীর জনজীবন। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্বও মানা হচ্ছেনা সঠিকভাবে। যার কারণে নগরীতে আরো বেশি বেড়েছে করোনা সংক্রমণের হার।

এর আগে বুধবার পর্যন্ত রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৪৫৮ জন। আর মঙ্গলবার নতুন করে রাজশাহী মহানগরীতে নতুন করে আরো ৪৭ জন আক্রান্ত হয়। নতুন ৪৭ জনসহ রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৫০৫ জনে। রাজশাহী মেডিকেল কলেজের ভায়োরলজি বিভাগে অবস্থিত পিসিআর ল্যাব ও রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে রাজশাহীর ৪৭ জন রোগী শনাক্ত হয়।
নগরীতে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা। শনাক্তের সংখ্যা বাড়লেও এরমধ্যেই স্বাভাবিক হচ্ছে নগরজীবন। শুরুর দিকে সচেতনতা কিছুটা থাকলেও এখন আর তেমন স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানা বলতে নগরের কিছু মানুষ মাস্ক পরছে। যদিও বিপুল

সংখ্যক মানুষ মাস্কবিহীন ঘোরাফেরা করছে। স্বাস্থ্যবিধি মানাতে ইতিমধ্যেই নগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী জেলায় প্রথম পুঠিয়া উপজেলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর থেকে জেলার ৯টি উপজেলাতেই করোনা শনাক্ত রোগী ধরা পড়ে। ১২ এপ্রিল থেকে ১৬ জুলাই পর্যন্ত ৯২ দিনে জেলার ৯টি উপজেলা ও ১৪টি পৌরসভা এলাকায় ৪১৬ জন করোনা রোগী শনাক্ত হয়। জেলার মধ্যে সবচাইতে বেশি পবা উপজেলায় করোনা শনাক্ত রোগী রয়েছে ৯৯জন। আর তার ১ মাস ৩ দিন পর ১৫ মে থেকে মাত্র ৬০ দিনে রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে জেলার চার গুণ বেশি ১ হাজার ৫০৫ জন। ১ হাজার ৫০৫ জনের মধ্যেই গত ৭ দিনেই শনাক্ত হয়েছে ৫০০ জন। বিশেষ করে সরকার লকডাউন শিথিলের পর

জনজীবন কিছুটা স্বাভাবিক ও গণপরিবহন, বাস এবং ট্রেন চলাচল শুরু হলে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করে। ১৫০৫ জন শনাক্তের মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রায় শতাধিক সদস্য রয়েছে। পুলিশের শনাক্তদের মধ্যে রয়েছে একজন উপ-পুলিশ কমিশনার (এসপি), দুই জন এডিসি, পুলিশ পরিদর্শক, এসআই, এএসআইসহ কন্সটেবল পদমর্যাদার। পুলিশ ছাড়াও নগরে উল্লেখযোগ্য পরিমাণ চিকিৎসক, নার্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরাও করোনা পজিটিভ হয়েছেন। পুলিশের পর তুলনামূলকভাবে চিকিৎসক ও নার্সের সংখ্যাও করোনা শনাক্তে বেশি

রয়েছে। আর জেলা ও মহানগর মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯২১ জন। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, করোনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব ও জনাকীর্ন এলাকা যতটা সম্ভব এড়িয়ে চলা ও ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST