রাজশাহী মহানগরীতে দেশীয় অস্ত্রসহ রুবেল (৩৫) নামের একাধিক মামলার এক আসামীকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তি নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া রাব্বুলের ছেলে। গত সোমবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামে বসত বাড়ীর মধ্যে কিছু সন্ত্রাসী অবৈধ অস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করছে। বিষয়টি জানতে পের ডিবির দলটি তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করে ও রুবেলকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও মারামারির একাধিক মামলা রয়েছে।
এস/আর