নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৪৭৫ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন বাবু (৩০) কে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার নিলবুনা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সিএনবি আচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোদাগাড়ী উপজেলার আচুয়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন বাবুকে ১ কেজি ৪৭৫ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।
আর/এস