দৃষ্টি সাহিত্য সংসদের মাসিক সাহিত্য আড্ডা আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দৃষ্টি সাহিত্য সংসদের সভাপতি ড. উষা রাণী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেবেকা আসাদের সঞ্চালনায় এতে কবিতা পাঠ করেন কবি সোহেল মাহবুব, ওয়ালীউল ইসলাম, মুকুল কেশরী, বুরহানুল ইসলাম, অচিন্ত্য কুমার সরকার, শেখ তৈমুর আলম, আবু নাসের তারেক, সিরাজুম মুনির জয়, আতিয়া চৌধুরী, শিরিন আকতার, রেবেকা আসাদ, সুলতান মাহমুদ বাবলু, ফেরদৌস নেক পারভিন, জাহানারা বেগম মনি, সাইয়্যেদাতুন নাহার এলি। উপস্থাপনা করেন এ্যাড. রজব আলী।
এস/আর