নিজস্ব প্রতিবেদক :
শনিবার রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে দৃষ্টি সাহিত্য সংসদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য সম্মেলন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ১০টায় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল খালেক। রাবি বাংলা বিভাগের প্রফেসর ড. অনীক মাহমুদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন অধ্যাপিকা রাশেদা খালেক, রাজশাহী নিউ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফরিদা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক রেবেকা আসাদ। পরিচালনা করেন এ্যাড. রজব
আলী। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পদক প্রদান করা হয়। ড. আসাদুজ্জামান পদক পেয়েছেন ড. মাসুমা খানম ও কাজী শওকত শাহী। খেলাফত হোসেন পদক প্রাপ্তরা হলেন ড. মাজেদা খাতুন, প্রফেসর শিরীন সুফিয়া খানম, মনোরঞ্জন নন্দী, জাহাঙ্গীর আলী ও ওয়ালী উল ইসলাম। কবি নাসিরুদ্দিন পদক প্রাপ্তরা হলেন একরাম-উদ-দৌলা ও কবি সাংবাদিক সোহেল মাহবুব। বেগম আশরাফুন নেছা পদক প্রাপ্তরা হলেন রাবেয়া হক মায়া, নূরউল ইসলাম, সুজলা ইসলাম, মমতাজ মহল বুলবুলি, ফেরদৌস নেক পারভিন ও হেলেনা বেগম। মাহবুবা আহমেদ পদক প্রাপ্তরা হলেন অচিন্ত্য কুমার সরকার, জাহানারা বেগম মনি, সেলিনা পারভীন রুমা, সোহেল রানা জীবন ও মেহবুব ইসলাম রহমত। ড. নাসিরুল ইসলাম
পদক প্রাপ্তরা হলেন ড. মহসীন উদ্দিন, ড. কেএন শাহজাহান করিম, খোন্দকার আমিনুল হক ও অধ্যাপক আ. গফুর। দৃষ্টি সাহিত্য পদক প্রাপ্তরা হলেন দেওয়ান মো. শামসুজ্জামান ও রজব আলী। এরপর দ্বিতীয় অধিবেশনে দৃষ্টি সাহিত্য সংসদের প্রকাশিত কাব্যগ্রন্থ ‘পদ্মার ঢেউ রে’ এর মোডক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নুরউল ইসলাম। কবি সোহেল মাহবুব এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নিউডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ড. আ. রহমান, রাজশাহী সরকারী মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান ড. সালিম সাবরিন, রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক কবি নিরমিন শিমেল ও কবি জিএম হারূন। বিকালে কবিদের কন্ঠে স্বরচিত কবিতা পাঠের আয়োজন করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর