নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে শনিবার বিকালে দৃষ্টি সাহিত্য সংসদের আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। কবি মুকুল কেশরীর সভাপতিত্বে ও দৃষ্টি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক রেবেকা আসাদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কবি নূরউল ইসলাম, প্রফেসর শিরীন আকতার, উষা রানী সরকার, দেওয়ান শামসুজ্জামান, সোহেল মাহবুব, মুনওয়ারা সুলতানা
ডেইজী, স্মৃতি দাস, জাকিয়া হায়দার, ফেরদৌস নেক পারভীন, কে এম দৌলতুজ্জামান, হেলেনা বেগম, রফিক আজম, সেলিনা পারভীন রুমা, হৃদয় রনি, আমিন মোহাম্মদ, সিরাজুম মুনীর জয়, ওয়ালিউল ইসলাম, মেহবুব ইসলাম রহমত, রুনা লায়লা, মুহতাসিনা তামান্না মুক্তা প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/আর