নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শুক্রবার রাতে তিনি অটোরিক্সাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অটোরিক্সাটি সাধুর মোড় এলাকায় পোঁছালে উল্টে গিয়ে তিনি মাথায় আঘাত পেয়ে আহত হন। পরে তাকে রামেক হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর তার মাথায় সেলাই দেওয়া হয়। তবে আঘাত বেশি না হওয়ার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রামেক হাসাপাতাল পুলিশ বক্স জানায়, বিএনপি নেতা মিনু আহত হয়ে হাসাপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।
খবর২৪ঘণ্টা /এম কে