নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে দুই বোতল বিদেশী মদসহ আলম উদ্দীন ৩২ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার হাট গাঙ্গোপাড়া গ্রামের মৃত নাসিরের ছেলে। গত সোমবার গভীর রাতে তাকে দৌলতপুর এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর-দুয়ারী রোডের দৌলতপুর এলাকায় অভিযান আলমকে দুই বোতল বিদেশৗ মদসহ আটক করা হয়।
এ বিষয়ে আরএমপির এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম বলেন, বিদেশী মদসহ আলম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/এমকে