নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গুলিবিনিময়ে জিয়ারুল ইসলাম কালু নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপারসহ নয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) সকালে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।