নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের বদরুলের ছেলে হৃদয় (২০) ও রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়ি এলাকার সন্তোষের ছেলে শ্যামল(২৩)। আহতরা হলেন, সোহাগ, মোসাদ্দেক ও মোহাম্মদ। আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে গোদাগাড়ী উপজেলার
শাব্দিপুর মোড়ে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। রাত দশটার দিকে রামেক হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেল রাজশাহী থেকে গোদাগাড়ী দিকে যাচ্ছিল ও অপর মোটরসাইকেল গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। দুটি মোটরসাইকেল উপজেলার সাব্দিপুর মোড়ের কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সবাই গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজন কে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে