নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, শুটারগান, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও দুই হাজার ৬৩০ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী সুজন আলী ওরফে বাবু (৩০) কে আটক করেছে র্যাব-৫। আটক অস্ত্র ও মাদক ব্যবসায়ী পুঠিয়া উপজেলার নামাযগ্রাম এলাকার আবুল কালামের ছেলে। বুধবার দিবাগত রাতে তাকে অভিযান চালিয়ে আটক করে র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ
তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক। র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পুঠিয়া উপজেলার নামাযগ্রাম এলাকায় অস্ত্র, মাদকসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বাবু অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ এর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে একটি বিদেশী পিস্তল, শুটারগান, দুটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও দুই হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আর/এস