নিজস্ব প্রতিবেদক : কিছু অসাধু পুলিশ সদস্যের কারণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভালো ও সৎ সদস্যদেরও দুর্নামের ভাগিদার হতে হচ্ছে। এসব পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের কারণে সৎ পুলিশ অফিসারেরও দুর্নামের ভাগীদার হতে হচ্ছে। পুলিশের হাইকমান্ড থেকে বার বার সুষ্ঠ পুলিশিং ব্যবস্থা গড়তে তাগিদ দেয়া হলেও এ সমস্ত কিছু অসাধু পুলিশ কর্মকর্তার কারণে ভেস্তে যাচ্ছে সেই মহৎ উদ্দেশ্য । তাই বিভিন্ন কারণে পুলিশ সদস্যের হেনস্তার শিকার হওয়া একাধিক মানুষ এ ধরণের ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এমনই একটি ঘটনা ঘটানো হয়েছে বলে দুই যুবকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এবার রাজশাহী মহানগরীতে দুই যুবককে বিনা কারণে আটকের পর থানায় ২৫ হাজার টাকার
বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। স্বয়ং ভুক্তভোগী যুবক খবর ২৪ ঘণ্টার কাছে এ অভিযোগ করেছেন। ওই দুই ভুক্তভোগী যুবক হলেন, নগরীর পাঠানপাড়া এলাকার মুক্তার আলীর ছেলে রুমেল (২১) ও নগরীর শাহমখদুম থানাধীন ভাড়ালিপাড়া এলাকার জবদুল ইসলামের ছেলে আদন (২২)। ভুক্তভোগী রুমেল খবর ২৪ ঘন্টার কাছে অভিযোগ করে জানান, গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭ টার দিকে তারা নগরীর সিটি হাট সংলগ্ন তালতলা পুকুর পাড়ে বসে ছিলেন। এ সময় সেখানে সাদা পোশাকে এসআই সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে গেলে কিছু যুবক পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মাদক সেবনের সামগ্রী কুড়িয়ে জড়ো
করে ছবি তোলে ও তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। বিনা কারণে কেন তাদের আটক করা হচ্ছে জানতে চাইলেও পুলিশ পাত্তা না দিয়ে থানায় নিয়ে যায়।
তাদের পরিচিত এক বড় ভাই এসআইয়ের সাথে আলাপ আলোচনা করে শেষে ২৫ হাজার টাকায় তাদের থানা থেকে ছাড়ানোর ব্যবস্থা করে। শেষে ওই দিনই রাত ১২টার দিকে তাদের মুছলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেয়া হয়। রুমেল আরো অভিযোগ করেন, আমরা গরীব
মানুষ। এত টাকা ছিলনা। আমার বাবা নেই। একসাথে এত টাকা দেয়াও কষ্টসাধ্য তারপরও পুলিশি ঝামেলা এড়াতে ধারদেনা করে টাকা দিতে থানা থেকে ছাড়া পেয়েছি। পরে তার মাকে সাথে নিয়ে পুলিশের সাথে কথা বলা হলে, পুলিশ বিষয়টি দেখবে বলে তাকে তাদের জানিয়েছে।
তবে এসআই সোহেল তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন তারা তালতলা পুকুর পাড়ে বসে ইয়াবা সেবন করছিলো। তাই তাদের আটক করে থানায় আনা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। টাকা নেয়ার বিষয়টি সত্য নয়।
এস/এম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।