নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর মোহনপুরে গত দুই দিন ধরে রোখসানা খাতুন (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রী মোহনপুর আলিম মাদ্রাসার ৯ম শ্রেণীতে পড়াশোনা করে। দু’দিন পার হয়ে গেলেও তার সন্ধান না পাওয়ায় রোখসানার মা মমতাজ বেগম মোহনপুর থানায় গত শনিবার রাতে একটি সাধারণ ডায়রি করেছেন। সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেমবর বেলা ১১টার দিকে মাদ্রাসা ছাত্রী রোখসানা খাতুন নানার বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। তার নানার বাড়ি মোহনপুর উপজেলার বারিঠা গ্রামে। কিন্তু দুই
দিন পার হয়ে গেলেও সে নানার বাড়িতে পৌঁছায়নি বা তার খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে। রোকসানার গায়ের রং শ্যামলা, তার উচ্চতা আনুমানিক ৫ ফুট, মাথায় বড় কালো চুল ও বাম গালে কাটা দাগ রয়েছে। বাসা থেকে বের হওয়ার সময় সে ঘিয়া কালো রং এর গাউন পরেছিলো। দু’দিনেও সন্ধান না পাওয়ায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে কেউ তার সন্ধান
পেলে ০১৭৫৫-৪৫৭১০০ নম্বরে যোগাযোগ করার জন্য। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহম্মেদ বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্রী রোখসানার মা মেয়ের সন্ধান পাচ্ছেন না বলে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। এরপর বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। তার সন্ধান পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।
আর/এস