নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্টোর থেকেে এক ট্রাক সরকারি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাচারের সময় গোদাগাড়ী উপজেলা হাসপাতালের ফার্মাসিস্ট সাইফুল ইসলাম (৪০) কে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। রোববার সন্ধ্যার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর এলাকার মৃত ইদ্রিসের ছেলে।
জানা গেছে, একটি ট্রাকে করে সরকারী ওষুধ দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে র্যাব ট্রাকসহ ভর্তি ওষুধসহ ফার্মাসিস্ট সাইফুল ইসলামকে আটক করে। ট্রাকের ওষুধ অন্য ট্রাকে তোলা হচ্ছিল।
ঘটনার সঙ্গে জড়িত সিলিভ সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছে। পরে ট্রাকসহ আটককৃতকে নিয়ে যাওয়া হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।