নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর সারদায় তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খুলনা থেকে তেল নিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলো। বুধবার বিকেল ৬টায় রাজশাহীর সারদাহ রোড সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বেশ কয়েকটি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য অপেক্ষমান যাত্রীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন।জানা গেছে, গতকাল বুধবার বিকেলে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে একটি তেলবাহী ট্রেন আসছিলো। পথে ট্রেনটি সারদাহ রোড পার হয়ে বগি লাইনচ্যুত হয়ে যায়। তেলবাহী ৯টি বগি লাইনচ্যুত হয়। তেলবাহী ট্রেনটি রাজশাহী থেকে আমনুরা
যাওয়ার কথা ছিলো। বগি লাইনচ্যুত হওয়ার পর থেকে রাজশাহী স্টেশন থেকে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তির মধ্যে পড়েছেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টার আমজাদ হোসেন বলেন, খুলনা থেকে তেল নিয়ে আসার পথে রাজশাহীর সারদা রোড পার হয়ে তেলবাহী ৯টি বগি লাইনচ্যুত হয়। এরপর সারাদেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বগি গুলো উদ্ধার করার চেষ্টা চলছে। বুধবার রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আর/এস