রাজশাহী মহানগরীর গনকপাড়ায় অবস্থিত একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একটি টিম কাজ করছে।
জানা গেছে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে গণকপাড়ায় অবস্থিত একটি তুলার গোডাউনে আগুন লেগে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন পুরোপুরি নেভানোর জন্য কাজ করছে ফায়ার সার্ভিস।
এস/আর