নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল ফাহিম (১৮) কে হত্যার ঘটনায় রাকিব হাসান আবির (১৯) নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে আটক আবির হত্যা মামলার ২নং এজাহার নামীয় আসামী এবং ফরিদপুর জেলার কোতয়ালি থানার বিলসিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে সে নগরীর রাজপাড়া থানার কামালখাঁর মোড়ে ভাড়া বাড়িতে বসবাস করতো। এ তথ্য নিশ্চিত করে
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, কলেজ ছাত্র ফাহিম হত্যার ঘটনায় তার বাবা গোলাম হোসেন বাদী হয়ে নগরীর শাহমখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আজমির হাসান ও রাকিব হাসানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। সেই মামলায় রাতে এরপর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবিরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গতকাল ১৩
নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়াস্থ বনলতা আবাসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র ফাহিমকে ছুরিকাঘাত করে। পরে আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ফাহিম বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানানো হয়।
আর/এস