ভ্যাপসা ও তীব্র গরমের মধ্যে রাজশাহী মহানগরীতে স্বস্তির প্রত্যাশিত বৃষ্টি হয়েছে। আজ সোমবার বিকেল পৌনে ৩ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ বৃষ্টিপাত হয়। তবে সোয়া ৩টা পর্যন্ত বৃষ্টি জোরে নামলেও সোয়া ৩টা পর থেকে সাড়ে ৩টা পর্যন্ত ১৫ মিনিট ধীরে ধীরে বৃষ্টিপাত হয়। এ সময় আকাশে প্রচুর মেঘের গর্জন হয়। স্বস্তির বৃষ্টিতে রাজশাহী মহানগরীর আবহাওয়া কিছুটা শীতল হয়ে যায়। স্বস্তি নামে জনজীবনে। প্রায় আধা ঘণ্টায় ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়। যদিও বৃষ্টির পর থেকেই রাজশাহী মহানগরীর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। বৃষ্টি আবার নামার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।
গত কয়েকদিন ধরেই রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় প্রচুর ভ্যাপসা ও তীব্র গরম পড়ছে। গরমে কাহিল হয়ে পড়েন রাজশাহীর মানুষ। স্বাভাবিক জনজীবনও ব্যাহত হয়। বেশি সমস্যার মধ্যে পড়েন দিনমজুর ও শ্রমজীবী মানুষজন। সাথে পাল্লা দিয়ে ছিল বিদ্যুতের লোডশেডিং। এতে আরো সমস্যার মধ্যে পড়েন রাজশাহীবাসী।সোমবার সকাল থেকেই রাজশাহীতে প্রচুর তাপদাহ ছিল। প্রচণ্ড গরমে সকাল থেকেই কাহিল হয়ে পড়েন মানুষ। সোমবার দুপুর ১টার পর থেকে ঘন কালো মেঘ দেখা যায় রাজশাহীর আকাশে। দুপুর ২টার পর সেই মেঘে চারেদিক অন্ধকার হয়ে যায়। দুপুর পৌণে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। এ সময় মেঘের
গর্জনও ছিল প্রচুর। বিভিন্ন স্থানে যাতায়াতকারী মানুষ বৃষ্টির হাত থেকে বাঁচতে রাস্তার পাশের ভবনের নিচে আশ্রয় নেন। আবার কেউ কেউ বৃষ্টিতে ভিজেন।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সোমবার দুপুরে রাজশাহীতে ৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজশাহীতে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।
এস/আর