নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে তিন হাজার পিস ইয়াবাসহ আব্দুল হামেদ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর শাহমখদুম সিটি বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকার শুকনাপাড়া এলাকার মৃত এরফান আলীর স্ত্রী।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর সিটি বাইপাস এলাকায় মাদক ব্যবসায়ীরা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানার পরে র্যাবের একটি দল এএসপি নুরে আলমের নের্তৃত্বে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে