নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫। ২৭ তারিখ রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয।
আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হারাডাং এলাকার ফাঞ্জুর আলির ছেলে আলি (৩৬), মহিশালবাড়ি এলাকার মৃত আঃ সালামের ছেলে হাসান (২৭) ও নাচোল উপজেলার কামজগদইল গ্রামের ইলিয়াসের ছেলে ইমন আলী (২১)।
র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে জেমবির তিন সদস্যকে আটক করে।
এস/আর