1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে তিন দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

রাজশাহীতে তিন দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

রাজশাহী মহানগরীতে তিন দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় কয়েকটি সংগঠনের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ, ইন্টার্ন নার্স এসোসিয়েশন, রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশন, নাটোর নার্সেস এসোসিয়েশনসহ আরো কয়েকটি সংগঠন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশ নেয়। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধীভূক্ত রাজশাহী নার্সিং কলেজ, ইসলামী ব্যাংক নার্সিং কলেজ, উদয়ন নার্সিং কলেজ, মির্জা নার্সিং কলেজ, শাহ মখদুম নার্সিং কলেজসহ বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজ ও নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক কুদরত-ই এলাহীর সঞ্চালনায় এবং সংগঠনটির আহবায়ক আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের বক্তব্য রাখেন, ডিপ্লোমা নার্সেস স্টুডেন্ট এসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আজিজুর রহমান, বিএনএ’র সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্টুডেন্ট নার্সেস এন্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ রাজশাহী মহানগর শাখার সহঃ সভাপতি আরিফুল ইসলাম, জসিম উদ্দীন, স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহঃ সভাপতি রেজিয়া পারভিন, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী সাথী খাতুন প্রমুখ। মানববন্ধন

থেকে ৩টি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, কারিগরী শিক্ষাবোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলিজি কোর্সের ছাত্রছাত্রীদের বাংলাদেশ নাসিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত বাতিল ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিউওয়েইফ সম্মান দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ৫ ফেব্রয়ারি বাংলাদেশ নার্সিং ও মিউওয়াইফারির কাউন্সিল অধিনস্থ নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অবিলম্বে নেওয়া।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team